Hot Line +8801313035222


Date : 02/04/2023 08:39:28 am

ন্যাশনাল লাইফের Prestige Award-2023 অর্জন

ন্যাশনাল লাইফের Prestige Award-2023 অর্জন

সাফল্যের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স আরো একটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। ৩০ মার্চ ২০২৩ নর্থ ইংল্যান্ডের একটি হোটেলে Fenic Media কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে Best Life insurance company of the year হিসেবে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনের হাতে গৌরবময় Prestige Award-2023 তুলে দেন। গ্রাহক সন্তুষ্টি, সর্বোচ্চ বীমা দাবী পরিশোধ এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আর্থিক খাতের বাংলাদেশী কোম্পানী ন্যাশনাল লাইফকে ইংল্যান্ডের খ্যাতনামা প্রতিষ্ঠান Fenic Media কর্তৃপক্ষ Prestige Award প্রদানর জন্য মনোনীত করে এবং পরবর্তীতে Prestige Award-2023 গ্রহণের জন্য কর্তৃপক্ষ গত ২ মার্চ ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনকে প্রত্র প্রেরণ করে। আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই পুরস্কার অর্জনে ন্যাশনাল লাইফ পরিবার গর্বিত ও অনুপ্রাণিত।